উদ্দেশ্য

Reading Time: 2 minutes

এই ওয়েবসাইটের SOP (Statement of Purpose) টা কি? গত বছর যখন ঠিক করলাম যে নিয়মিত লিখবো, তখন থেকেই ভাবছি, নিজের ওয়েবসাইটের কি দরকার আছে? ফেসবুকেই তো টুকটাক লেখা যায়। মানুষ সহজেই ফলো করতে পারে। কিন্তু ফেসবুকে যত বেশি লিখি, ততই টের পাই, ফেসবুক লেখক এবং পাঠকদের জন্যে optimized না। মূলত ভিডিও এবং ছবির Muscle Power এ ফেসবুক চলছে।

আর একটু গভীরে গিয়ে যারা লেখেন তেমন লেখকদের জন্যে আর বিপদ কেবল সুড়সুড়ি বা খুবই আবেগ-উত্তেজনায় ঠাসা লেখা না লিখলে ফেসবুকের পাঠকের মনোযোগ ধরে রাখা কঠিন! নিয়মিত ফেসবুকে যারা লিখেন এবং লিখে ভাইরাল হচ্ছেন, তাদের সাইকোলজিক্যাল বিবর্তনের জায়গাটা নিয়ে সাইকোলজিস্টরা গবেষণা করলে খুব চমকপ্রদ তথ্য পাবেন বলে আমার ধারণা।

তাই, ওয়েবসাইট বানানোর ব্যাপারে নিশ্চিত হলাম। আমার ইংরেজি ওয়েবসাইটেই একটা বাংলা কর্নার করার প্ল্যান ছিল। যদিও বর্তমানে কানাডায় থাকার কারণে ইংরেজিতে আরো হাত পাকালে ভালো হত, কিন্তু বাংলায় লেখার যে মজা, সেটা ইংরেজিতে আসে না। কিন্তু আরেক ঝামেলা লাগলো! শুধুই ইংরেজিতে ভাবলে মনে কেমন যেন এক শুন্যতা ভর করে। কিছু ইংরেজি কিছু বাংলায় লিখলে বরং লেখার একটা আলাদা মজা পাওয়া যায়। হয়তো সেটাই আমি। কখনো ভাবি ইংরেজিতে, কখনো বাংলায়। কদাচিৎ হিন্দিতেও (এবং এখন একটু আধটু ফ্রেঞ্চেও)!

তো যাই হোক, বাংলা ইংরেজি একই ওয়েবসাইটে দিলে বেশ বড় একটা SEO Mistake হবে কারণ কিছু টপিক ভিন্ন থাকবে! সোজা বাংলায় বললে, গুগলের বুঝতে সমস্যা হবে আমার ওয়েবসাইট আসলে কোন বিষয় নিয়ে কাজ করে, তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই ভুলটা এড়াতে চাইলাম।

অতএব, পছন্দের ছোটভাই, রিসার্চার-ফিল্মমেকার-স্টোরিটেলার ইয়াসিরের সাথে নানান শলা পরামর্শ করে, এবং ওর চমৎকার সব সাজেশন ফলো করে এবং ডেভেলপমেন্টের কাজে আমার কাজিন তূর্যের দারুণ সাপোর্টে বাংলা ওয়েবসাইটের যাত্রা শুরু হল। এখানে থাকবে স্টোরিটেলিং, প্রোডাক্টিভিটি, এবং মেটা লার্নিং স্কিল – এই তিন বিষয়ের ওপর আমার ক্ষুদ্র জ্ঞানের ভার্চুয়াল নিবাস আমার জীবনদর্শন এবং কিভাবে জীবন কাটালে তা একটা পরিপূর্ণতা লাভ করতে পারে – সে বিষয়ে আড্ডা আমার লেখা। এছাড়া কিছু ফিকশন গল্প থাকবে, আর স্মৃতিচারণ – যা পাওয়া যাবে নস্টালজিয়া কর্নারে।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে, লিঙ্কডিনে আমি সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় অবশ্যই মেসেজে কিছু লিখবেন। রিকোয়েস্টের সাথে কোণও মেসেজ না থাকলে রিপ্লাই না পাবার সমূহ সম্ভাবনা!

ভালো থাকুন।